সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (পূর্ত) কার্যালয়ের প্রধান কাজ :
১) প্রধান কার্যালয়ের সার্বিক কার্যাবলী সুষ্ঠভাবে পরিচালনার নিমিত্ত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ;
২) সেনাবাহিনী ও বিমানবাহিনীর যাবতীয় পূর্ত ও আনুষাঙ্গিক কাজের আর্থিক নিয়ন্ত্রণ ও হিসাব সংরক্ষণ;
৩) সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ (ই-ইন-সি) এর আর্থিক পরামর্শক হিসাবে কাজ করা;
৪) সেনাবাহিনী ও বিমানবাহিনীর জিই/এজিই এর অনুকূলে বাজেট বরাদ্দ সাপেক্ষে নগদস্বত্ত্ব প্রদান করা;
৫) সেনাবাহিনী ও বিমানবাহিনীর জিই/এজিই কর্তৃক সংরক্ষিত সামরিক পূর্ত কাজের ক্যাশবই এবং পরিশোধিত বিল/ ভাউচার সমূহের উত্তর নিরীক্ষা;
৬) ঠিকাচুক্তি, সংশোধিত ঠিকাচুক্তি, লীজ, চুক্তি সমন্বয়, প্রতিবেদন, মাসিক অবজেকশন আইটেমস, চালানের
পূণ:উপযোজন, সংশোধিত প্রাক্কলন, নিরাপত্তা জামানত ইত্যাদি যাচাইকরণ;
৭) পূর্ত কাজের প্রশাসনিক অনুমোদন ও কারিগরি মঞ্জুরি যাচাইকরণ;
৮) Demolition statement ও বিক্রয় হিসাব যাচাইকরণ;
৯) সেনা ও বিমানবাহিনীর পূর্ত বাজেট উপযোজন ও পূন:উপযোজন যাচাইকরণ;
১০) বার্ষিক পূর্ত ব্যয় ও রিপোর্ট রিটার্ণসমূহ যাচাইকরণ;
১১) এ কার্যালয়ের ক্যাডারভূক্ত কর্মকর্তাগণের দ্বারা এসএসও (সুপিরিয়র সার্ভিস অফিসার) রিভিউ এর মাধ্যমে স্থানীয় নিরীক্ষার অগ্রগতি ও স্থানীয় নিরীক্ষায় উত্থাপিত আপত্তিসমুহের উপর আলোচনা ও নিস্পত্তিমূলক পরামর্শ প্রদান;
১২) এ কার্যালয়ের অধীনস্থ গ্যারিসন সমূহের ইউনিট একাউনট্যান্টদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক পরিদর্শন;
১৩) সেনাবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন ইউনিট ফরমেশন ও সেনানিবাসের ব্যবহৃত টেলিফোন, গ্যাস,
পানি ও বিদ্যুৎ বিল প্রস্তুতকরণ ও পে অফিসে বেতন বিল হতে কর্তনের নিমিত্ত প্রেরণ;
১৪) DW&CE (Army), DW&CE (Air Force) এবং আন্তঃবাহিনীর পূর্ত ও আনুষাঙ্গিক কাজের
খরচসহ এ কার্যালয়ের হিসাব প্রস্তুতকরণ;
১৫) সামরিক উপযোজন হিসাব প্রস্তুতকরণে সিজিডিএফ কার্যালয়কে সেনাবাহিনী, বিমানবাহিনী ও
আন্ত:বাহিনীর পূর্ত ব্যয়ের হিসাব সরবরাহ করা;
১৬) লোকাল অডিট অফিস (এমইএস) এর মাধ্যমে লোকাল অডিট ম্যানুয়ালের নির্দেশনা মোতাবেক
সেনাবাহিনী ও বিমানবাহিনীর জিই/এজিই অফিসসমূহে স্থানীয় নিরীক্ষা পরিচালনা;
১৭) সেনাবাহিনী ও বিমানবাহিনীর জিই/ এজিই ফরমেশনে নিয়োজিত ক্যাজুয়াল কর্মচারীগণের বেতনভাতা নির্ধারণ করা;
১৮) প্রতিরক্ষা অডিট অধিদপ্তর কর্তৃক পরিচালিত সংবিধিবদ্ধ নিরীক্ষা পরিচালনা ও উত্থাপিত নিরীক্ষা আপত্তি নিরসনে সহায়তা করা;
১৯) এ কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন গ্যারিশনসহ স্থানীয় শাখা সমূহে কর্মকর্তা/কর্মচারীদের বদলি /পদস্থাপন;
২০) সরকারের প্রয়োজনীয় রাজস্ব আদায় ও সরকারি সম্পদের নিরাপত্তা বিধান;
২১) অফিসের অব্যবহার্য ও অপ্রচলিত অফিস সরঞ্জামাদির অকেজো ঘোষণা ও নিলামের মাধ্যমে বিক্রয়করণ ও বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমাকরণ;
২২) সময়ে সময়ে সরকার কর্তৃক জারিকৃত প্রতিটি আইন, অধ্যাদেশ, বিধি-বিধান, আদেশ সম্বলিত পত্রসমূহ অফিসে কার্যক্রমে প্রয়োগ ও কার্য নির্বাহ করা;