এসএফসি(পূর্ত)অফিস পরিচিতি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় , অর্থ বিভাগের স্মারক নং -এমএফ (ইসি-১)ডিপি-১/৮২/৪৫০/১(২৫), তারিখ ২৭/০৯/১৯৮২, Revised System of Financial Management for the Defence Force-1982এবং অর্গানাইজেশনাল সেট আপ সংক্রান্ত মার্শাল 'ল ' কমিটির রিপোর্ট ডিসেম্বর১৯৮২, এর মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আর্থিক ব্যাবস্থাপনা গতিশিলতা বৃদ্ধি , স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত কল্পে পূর্বের মিলিটারি একাউন্টস ডিপার্টমেন্ট(MAD) এর স্থলে Defence Finance Department(DFD) প্রতিষ্ঠিত হয়, একই আদেশের প্রেক্ষিতে প্রতিরক্ষা অর্থ বিভাগকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নাস্ত করা হয়।
Defence Finance Department(DFD)এর প্রধানকে Controller General Defence Finance(CGDF) নাম করণ করা হয়।বাংলাদেশ সেনা বাহিনী,নৌ বাহিনী, বিমান বাহিনীর আর্থিক কর্মকান্ডকে সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে সিজিডিএফ এর অধীনে বিভিন্ন এসএফসি/এফসি অফিস নামে সহযোগী অফিস গঠন করা হয় ।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর পূর্ত কাজ সম্পাদনের আর্থিক বিধি বিধান সম্পর্কে পরামর্শ /নিৰ্দেশনা দেয়ার লক্ষ্যে সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (পূর্ত) কার্যলয়ের আত্মপ্রকাশ ঘটে ।
সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (পূর্ত)মহোদয় মূলতঃ Military Engineering Service(MES)এর প্রধান Engineer in chief(ই-ইন-সি)এর আর্থিক উপদেষ্টা হিসাবে করেন ।
সিনিয়র অর্থ নিয়ন্ত্রক(পূর্ত)কার্যলয়টি সদর দপ্তর লজিষ্টিক এরিয়া,ঢাকা সেনানিবাসে অবস্থিত বর্তমানে এটি একটি চারতলা বিশিষ্ট ভবন যার ২য় ,৩য়,৪র্থ সম্পূর্ণ ও ১ম তলার আংশিক জুড়ে অবস্থিত ।